সন্তান বড় হতে থাকলে মা-বাবার চিন্তার কমতি থাকে না। আদরের সন্তান কোথায় পড়াশোনা করবে? পড়াশোনা শেষেই বা কী করবে? এমন কত প্রশ্নই তাদের মাথায় ঘুরপাক খায়। সাতক্ষীরার মেয়ে দীপা ঘোষ, গুলশানের সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। একসময় তার নার্সিং পেশা নিয়ে কোনো ধারণাই ছিল না।
যেখানে তার বড় চাচি সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। চামেলির সামনেই তার চাচি বেশ কিছু মানুষকে সেবা দিচ্ছেন দেখে পেশাটা ভালো লেগে যায়। তিনি বলেন, ‘বড় চাচির অনুপ্রেরণাতেই আমি নার্সিং পেশায় আসি। ওই সময় মনে হয়েছিল, এ পেশায় এলেই মানুষের কাছাকাছি যেতে পারব। জনসেবা করতে পারব।