
নিক্যাপিংয়ে চিরপঙ্গু শত শত তরুণ
মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বহু নিক্যাপিং ও ক্রসফায়ারের অভিযোগ আমরা পাচ্ছি। আমাদের তদন্ত সংস্থা অভিযোগগুলো গুরুত্বসহকারে তদন্ত করছে এবং এ-সংক্রান্ত মামলার অগ্রগতি আপনারা শিগগির দেখতে পাবেন।

