শিশু মেলার ওভার ব্রিজের সামনে আহতদের অবরোধ চলছে, অসহনীয় ভোগান্তি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১১: ০২
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ২৩

পঙ্গু হাসপাতালের সামনে থেকে গণঅভ্যুত্থানে আহতরা শিশু মেলার সড়ক অবস্থান নিয়ে অবরোধ অব্যাহত রেখেছে। এতে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছে হাজার হাজার পথচারী। অনেকেই হেঁটে গন্তব্যে যাচ্ছেন। অনেকেই সড়কের ওপর শুয়ে পড়েছেন।

বিজ্ঞাপন

আহতরা বলছেন, পুনর্বাসন, চাকরির ব্যবস্থা, চিকিৎসা ও ভাতা ব্যবস্থার বাস্তবায়নের লিখিত প্রতিশ্রুতি না দিলে তারা এই অবরোধ তুলবেন না।

শফিক নামে এক আন্দোলনকারী জানান, গত ১৭ জুলাই তার দুই চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি সরকারের কোনো সহায়তা পাননি। দাবি না মানলে সড়ক ছেড়ে যাবেন না।

Shisu Mela

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ওসি গোলাম আজম জানান, আন্দোলনকারীদের বার বার বললেও তারা সড়ক ছাড়ছেন না।

জানা গেছে, গত তিন মাস আগেও জুলাই আন্দোলনে আহতরা পঙ্গু হাসপাতালের সামনে সকাল থেকে রাত পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন। তখন মধ্যরাতে হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও উপদেষ্টাসহ চারজন উপদেষ্টা তাদের দাবি-দাওয়া পূরণের আশ্বাস দিলেও আন্দোলনকারীরা সরে যায়। পরে তাদের সঙ্গে একটি বৈঠকে ৫ কার্য দিবসের মধ্যে আহতদের স্বীকৃতি এবং পুনর্বাসন, চাকরির ব্যবস্থা, চিকিৎসা ও ভাতা ব্যবস্থার বাস্তবায়ন করার কথা ছিল। এরপর তাদের কোনো দাবি সরকার পূরণ করেনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত