# মুর্শিদাবাদ ও মালদায় বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা
জলঙ্গির স্থানীয় বাসিন্দা মোহাব্বত শেখ বাংলাদেশের লুঙ্গিগুলো নরম হয় উল্লেখ করে বলেন, বিজেপি ঝামেলা করছে। আমরা ওসবের মধ্যে নেই। দীর্ঘদিন থেকে আমরা কেয়া সাবান ব্যবহার করি। যত যা-ই হোক, আমরা ওই সাবানই ব্যবহার করব।
দুই দেশের মধ্যে শুরু হওয়া কূটনৈতিক টানাপোড়েনে ভুগছে পশ্চিমবাংলার রাজধানী শহর। কারণ এখানেই বাংলাদেশের বহু মানুষ আসেন কেনাকাটা করতে কিংবা চিকিৎসার প্রয়োজনে।