# মুর্শিদাবাদ ও মালদায় বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা
# দোকানে দোকানে বাংলাদেশি পণ্যে সয়লাব
বিশেষ প্রতিনিধি, কলকাতা
মোদি সরকার বাংলাদেশি পণ্য ভারতে ঢুকতে নানারকম বিধিনিষেধ আরোপ করলেও কলকাতা ও মুর্শিদাবাদের দোকানগুলো বাংলাদেশি পণ্যে সয়লাব। বিস্কুট, চানাচুর, সাবান, তেল থেকে শুরু করে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য পশ্চিমবঙ্গের মানুষের প্রধান ভরসা এখন বাংলাদেশি পণ্য। এছাড়া পোশাকের মধ্যে দেশটির লুঙ্গি-পাঞ্জাবির চাহিদা ব্যাপক পশ্চিমবঙ্গে।
মুর্শিদাবাদ ও মালদা সীমান্ত এলাকার বড় অংশজুড়ে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। দুই দেশের প্রতিকূল পরিস্থিতিতেও গোপন পথে আসছে এসব পণ্যসামগ্রী।
এ ব্যাপারে পশ্চিমবঙ্গের ক্রেতা সুরক্ষা বিভাগের এক আধিকারিক অবিনাশ চট্টোপাধ্যায় জানান, বাংলাদেশের বেশকিছু পণ্য আছে, যেগুলো বৈধ পথেই এ দেশে আসে বলে আমরা জানি। সেগুলোর মান যথেষ্ট ভালো হওয়ায় এখানকার বাঙালির মন জয় করতে পেরেছে। তবে চোরাপথে যদি কিছু আসে, তার দায় সীমান্তরক্ষী বাহিনীর।
বনগাঁ সীমান্ত থেকে শুরু করে মেট্রোপলিটন বাইপাস-সংলগ্ন মুকুন্দপুর, পাটুলি, কসবার মুদি দোকান এবং ছোট ছোট গ্রোসারি মার্কেটে বাংলাদেশের প্রাণ লিচি, চানাচুর, বিস্কুটের ব্যাপক চাহিদা রয়েছে। দোকানিরা জানান, ক্রেতারা যে ধর্মেরই হোক, প্রথমে এসে তারা এ খাবারগুলোই খোঁজ করেন।
নিউমার্কেটে বাংলাদেশি ক্রেতা ও পর্যটকদের সংখ্যা কমলেও বাংলাদেশি পণ্যের ঘাটতি হয়নি। বিশেষ করে বাংলাদেশি লুঙ্গির ব্যাপক স্টক রয়েছে বড়বাজার, আলিমুদ্দিন স্ট্রিট, লেনিন সরণির দোকানগুলোতে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার বলেন, বাংলাদেশি পণ্য সব যে চোরাই পথে আসছে তা নয়, বৈধভাবেও আসছে। কোনো পণ্যের চাহিদা থাকলে তা আসতে আমরা বাধা দিতে পারি না।
এছাড়াও মুর্শিদাবাদের লালগোলা ও জলঙ্গি সীমান্তের দোকানগুলোতে বাংলাদেশি পণ্যের আধিক্য রয়েছে।
জলঙ্গির স্থানীয় বাসিন্দা মোহাব্বত শেখ বাংলাদেশের লুঙ্গিগুলো নরম হয় উল্লেখ করে বলেন, বিজেপি ঝামেলা করছে। আমরা ওসবের মধ্যে নেই। দীর্ঘদিন থেকে আমরা কেয়া সাবান ব্যবহার করি। যত যা-ই হোক, আমরা ওই সাবানই ব্যবহার করব।
কূটনৈতিক ক্ষেত্রে দুই দেশের সমস্যা থাকলেও দুই বাংলার মানুষ পণ্যের মাধ্যমে নিজেদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক রেখেছে। কম দামে ভালো পণ্য পাওয়ায় বাংলাদেশি পণ্যের প্রতি ভারতীয়দের আগ্রহের কারণ বলে জানিয়েছেন মানবাধিকার ও সামাজিক আন্দোলনের নেতা বিশ্বেন্দু ভট্টাচার্য।
তার মতে, এর মধ্যে একটি সাইকোলজি লুকিয়ে রয়েছে। বাংলাদেশের প্রোডাক্টগুলোয় বাংলা ভাষায় লেখা থাকে। এর ফলে দিল্লি, নয়ডা, গুজরাটের পণ্যের চেয়ে বাংলাদেশের পণ্যকে বেশি আপন মনে করে পশ্চিমবঙ্গের বড় অংশের বাঙালিরা।
মোদি সরকার বাংলাদেশি পণ্য ভারতে ঢুকতে নানারকম বিধিনিষেধ আরোপ করলেও কলকাতা ও মুর্শিদাবাদের দোকানগুলো বাংলাদেশি পণ্যে সয়লাব। বিস্কুট, চানাচুর, সাবান, তেল থেকে শুরু করে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য পশ্চিমবঙ্গের মানুষের প্রধান ভরসা এখন বাংলাদেশি পণ্য। এছাড়া পোশাকের মধ্যে দেশটির লুঙ্গি-পাঞ্জাবির চাহিদা ব্যাপক পশ্চিমবঙ্গে।
মুর্শিদাবাদ ও মালদা সীমান্ত এলাকার বড় অংশজুড়ে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। দুই দেশের প্রতিকূল পরিস্থিতিতেও গোপন পথে আসছে এসব পণ্যসামগ্রী।
এ ব্যাপারে পশ্চিমবঙ্গের ক্রেতা সুরক্ষা বিভাগের এক আধিকারিক অবিনাশ চট্টোপাধ্যায় জানান, বাংলাদেশের বেশকিছু পণ্য আছে, যেগুলো বৈধ পথেই এ দেশে আসে বলে আমরা জানি। সেগুলোর মান যথেষ্ট ভালো হওয়ায় এখানকার বাঙালির মন জয় করতে পেরেছে। তবে চোরাপথে যদি কিছু আসে, তার দায় সীমান্তরক্ষী বাহিনীর।
বনগাঁ সীমান্ত থেকে শুরু করে মেট্রোপলিটন বাইপাস-সংলগ্ন মুকুন্দপুর, পাটুলি, কসবার মুদি দোকান এবং ছোট ছোট গ্রোসারি মার্কেটে বাংলাদেশের প্রাণ লিচি, চানাচুর, বিস্কুটের ব্যাপক চাহিদা রয়েছে। দোকানিরা জানান, ক্রেতারা যে ধর্মেরই হোক, প্রথমে এসে তারা এ খাবারগুলোই খোঁজ করেন।
নিউমার্কেটে বাংলাদেশি ক্রেতা ও পর্যটকদের সংখ্যা কমলেও বাংলাদেশি পণ্যের ঘাটতি হয়নি। বিশেষ করে বাংলাদেশি লুঙ্গির ব্যাপক স্টক রয়েছে বড়বাজার, আলিমুদ্দিন স্ট্রিট, লেনিন সরণির দোকানগুলোতে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার বলেন, বাংলাদেশি পণ্য সব যে চোরাই পথে আসছে তা নয়, বৈধভাবেও আসছে। কোনো পণ্যের চাহিদা থাকলে তা আসতে আমরা বাধা দিতে পারি না।
এছাড়াও মুর্শিদাবাদের লালগোলা ও জলঙ্গি সীমান্তের দোকানগুলোতে বাংলাদেশি পণ্যের আধিক্য রয়েছে।
জলঙ্গির স্থানীয় বাসিন্দা মোহাব্বত শেখ বাংলাদেশের লুঙ্গিগুলো নরম হয় উল্লেখ করে বলেন, বিজেপি ঝামেলা করছে। আমরা ওসবের মধ্যে নেই। দীর্ঘদিন থেকে আমরা কেয়া সাবান ব্যবহার করি। যত যা-ই হোক, আমরা ওই সাবানই ব্যবহার করব।
কূটনৈতিক ক্ষেত্রে দুই দেশের সমস্যা থাকলেও দুই বাংলার মানুষ পণ্যের মাধ্যমে নিজেদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক রেখেছে। কম দামে ভালো পণ্য পাওয়ায় বাংলাদেশি পণ্যের প্রতি ভারতীয়দের আগ্রহের কারণ বলে জানিয়েছেন মানবাধিকার ও সামাজিক আন্দোলনের নেতা বিশ্বেন্দু ভট্টাচার্য।
তার মতে, এর মধ্যে একটি সাইকোলজি লুকিয়ে রয়েছে। বাংলাদেশের প্রোডাক্টগুলোয় বাংলা ভাষায় লেখা থাকে। এর ফলে দিল্লি, নয়ডা, গুজরাটের পণ্যের চেয়ে বাংলাদেশের পণ্যকে বেশি আপন মনে করে পশ্চিমবঙ্গের বড় অংশের বাঙালিরা।
অন্তর্বর্তীকালীন সরকার বুধবার আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তিনটি কনভেনশনে স্বাক্ষর করেছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এ তিনটি কনভেনশন অনুসমর্থন
২ ঘণ্টা আগেভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় ভূরুঙ্গামারী, থানচি ও মেহেরপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন তিনটি ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে। এই তিন ব্যাটালিয়নসহ বিজিবির জন্য মোট ২ হাজার ২৫৮টি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-১ শাখা থেকে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৫ ঘণ্টা আগেপরে অন্য সিনিয়র রিপোর্টারদের সঙ্গে কুশল বিনিময় করেন এ্যানি। এ সময় আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার বাছির জামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
৫ ঘণ্টা আগেসেন্টমার্টিন দ্বীপে নৌযান চলাচলের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। বুধবার মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে