
পানের ন্যায্য দাম না পেয়ে হতশায় হাইমচরের চাষিরা
তবে বর্তমানে পানের দাম এতটাই কমে গেছে যে চাষিদের উৎপাদন খরচই উঠছে না। বাজারে এক বিড়া পানের দাম কমে ১০ থেকে ৪০ টাকায় নেমে এসেছে, যা আগে ৫০ থেকে ১৫০ টাকায় বিক্রি হতো। ভালো মানের পানের বিড়াও এখন ৫০ টাকার বেশি বিক্রি হচ্ছে না।


