
৬৫৫০২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পেলেন ১০ম গ্রেড
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষক এই গ্রেডে বেতন পাবেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষক এই গ্রেডে বেতন পাবেন।

প্রধান শিক্ষক জানান, প্রায় এক মাস আগে খবু স্কুলের বাউন্ডারির পাশের গাছ কাটতে আসে। তখন তিনি সরকারি অনুমতি পত্র চাইলে খবু তা দেখাতে ব্যর্থ হয়। গত রোববার মাগরিবের সময় স্কুল অফিস বন্ধ করে বের হলে খবু তার গতিরোধ করে প্রথমে ধাক্কা দেন এবং লাঞ্চিত করেন বলে অভিযোগ করেন প্রধান শিক্ষক।

আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবি অবিলম্বে মেনে নেয়ার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীর পর এবার প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদেও নিয়োগের ক্ষমতা যাচ্ছে সরকারের হাতে। পরিচালনা পর্ষদ বা ‘গভর্নিং বডি’ ও ‘ম্যানেজিং কমিটি’ এই নিয়োগের ক্ষমতা হারাচ্ছে।