অপেক্ষাটা ছিল কেবলমাত্র সময়ের। আমেরিকা দে কালির বিপক্ষে খেলতে নেমে সে অপেক্ষা ফুরাল ফাবিও’র। ইংল্যান্ডের কিংবদন্তি গোলরক্ষক পিটার শিলটনকে পেছনে ফেলে প্রতিযোগিতামূলক ফুটবলে সর্বাদিক ম্যাচ খেলার রেকর্ড গড়লেন তিনি।
আগামী ৩০ সেপ্টেম্বর ৪৫ এ পা দেবেন ফাবিও। এই বয়সে এসেও তরুণ ফুটবলারদের মতো নিয়মিত মাঠে নামছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক। রীতিমতো ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছেন ক্লাব পর্যায়ে ফ্লুমিনেন্সের হয়ে খেলা ফাবিও।