শিলটনকে ছাড়িয়ে ফাবিওর ইতিহাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১৫: ২৪

অপেক্ষাটা ছিল কেবলমাত্র সময়ের। আমেরিকা দে কালির বিপক্ষে খেলতে নেমে সে অপেক্ষা ফুরাল ফাবিও’র। ইংল্যান্ডের কিংবদন্তি গোলরক্ষক পিটার শিলটনকে পেছনে ফেলে প্রতিযোগিতামূলক ফুটবলে সর্বাদিক ম্যাচ খেলার রেকর্ড গড়লেন তিনি।

মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে সুদামেরিকানোর রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে আমেরিকা দে কালিকে ২-০ গোলে হারিয়েছে ফ্লুমিনেন্স। এটা ছিল প্রতিযোগিতামূলক ফুটবলে ফাবিও’র ১ হাজার ৩৯১তম ম্যাচ।

বিজ্ঞাপন

এর আগে গত ১৭ আগস্ট ব্রাজিলিয়ান সিরি’এতে ফোর্তালেজার বিপক্ষে মাঠে নেমে শিলটনের পাশে বসেন ফাবিও। সেটা ছিল এই ব্রাজিলিয়ান গোলরক্ষকের ১ হাজার ৩৯০তম ম্যাচ। এতোদিন রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন ১৯৬৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত খেলা শিলটন।

আগামী ৩০ সেপ্টেম্বর ৪৫ এ পা দেবেন ফাবিও। ইউনিয়াও বান্দেইরেন্তে দিয়ে ১৯৯৭ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন তিনি। গত ২৮ বছরে ফ্লুমিনেন্স ছাড়াও অ্যাতলেটিকো প্যারানেন্স, ক্রজিইরো, ভাস্কো দা গামার হয়ে খেলেছেন ফাবিও।

পেশাদার ক্যারিয়ারে ক্রুজিরোর হয়ে সবচেয়ে বেশি ৯৭৬ ম্যাচ খেলেন ফাবিও। ফ্লুমিনেন্সের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ২৩৫ ম্যাচ। ভাস্কোর হয়ে তৃতীয় সর্বোচ্চ ১৫০ ম্যাচে মাঠে নামেন ফাবিও।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত