ফাবিওর সামনে ইতিহাসের হাতছানি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১৮: ১৯
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৫: ২০

আগামী ৩০ সেপ্টেম্বর ৪৫ এ পা দেবেন ফাবিও। এই বয়সে এসেও তরুণ ফুটবলারদের মতো নিয়মিত মাঠে নামছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক। রীতিমতো ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছেন ক্লাব পর্যায়ে ফ্লুমিনেন্সের হয়ে খেলা ফাবিও।

ব্রাজিলিয়ান সিরি’এতে নিজেদের সবশেষ ম্যাচে ফোর্তালেজাকে ২-১ গোলে হারিয়েছে ফ্লুমিনেন্স। এটা ছিল প্রতিযোগিতামুলক ফুটবলে ফাবিও’র ১ হাজার ৩৯০তম ম্যাচ।

বিজ্ঞাপন

তাতেই কিংবদন্তি গোলরক্ষক পিটার শিলটনের সঙ্গে সর্বোচ্চ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার রেকর্ডে ভাগ বসালেন ফাবিও। এতোদিন রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন ১৯৬৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত খেলা শিলটন।

শিলটনের পাশে বসায় তালিকার শীর্ষে উঠা এখন কেবল সময়ের ব্যাপার ফাবিও’র জন্য। আগামী ২০ আগস্ট সুদামেরিকানার ম্যাচে আমেরিকা দে ক্যালির বিপক্ষে খেলবে ফ্লুমিনেন্স। ম্যাচটিতে মাঠে নামলে ইতিহাস গড়বেন ফাবিও।

ইউনিয়াও বান্দেইরেন্তে দিয়ে ১৯৯৭ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন ফাবিও। গত ২৮ বছরে ফ্লুমিনেন্স ছাড়াও অ্যাতলেটিকো প্যারানেন্স, ক্রজিইরো, ভাস্কো দা গামার হয়ে খেলেছেন এই গোলরক্ষক।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত