কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) কর্মকর্তা লে. মাহবুব উল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের শিবসা ফরেস্ট অফিস সংলগ্ন শিবসা নদীর পশ্চিম তীরে মুচির দোয়ানি এলাকায় দুর্ধর্ষ বনদস্যু আনারুল বাহিনীর সদস্যরা অবস্থান করছে।
ফেলে যাওয়া গাড়ি তল্লাশি চালিয়ে কাগজপত্র খুঁজে মালিকের নাম পাওয়া যায়। ট্রাকটির মালিক একই উপজেলার থাইংখালী রহমতের বিল এলাকার রশিদ আহাম্মদের ছেলে মো. শামশুল আলম।
সুন্দরবনে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বনদস্যুরা। গত কয়েক মাস ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় জেলে অপহরণ ও চাঁদা আদায়সহ বেশ কয়েকটি দস্যুতার ঘটনা ঘটেছে।