গভীর রাতে সংরক্ষিত বনাঞ্চলের গাছ পাচারের চেষ্টা

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ১৯: ৫৩

কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে পাচারের সময় একটি ডাম্পার ট্রাক আটক করেছে বনবিভাগ।

বুধবার গভীর রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী মোছারখোলা বটতলী সেতুর পাশ থেকে ট্রাকটি আটক করা হয়।

বিজ্ঞাপন

বনবিভাগ জানায়, গোপনে ২০১৯-২০ সুফল সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে পাচার করছিল অসাধু চক্র। এ সময় চাতিয়ান, জাম ও আকাশমণিসহ ৮০ ঘনফুট গাছ উদ্ধার করা হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর রহমান বলেন, অভিযান চালিয়ে সংরক্ষিত বনাঞ্চলের ৮০ ঘনফুট কাঠ উদ্ধার করা হয়। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ সময় ফেলে যাওয়া গাড়ি তল্লাশি চালিয়ে কাগজপত্র খুঁজে মালিকের নাম পাওয়া যায়। ট্রাকটির মালিক একই উপজেলার থাইংখালী রহমতের বিল এলাকার রশিদ আহাম্মদের ছেলে মো. শামশুল আলম। আর চালকের নাম আবদুল্লা। তিনি চোরাখোলা এলাকার শহরমুল্লুকের ছেলে। তাদের বিরুদ্ধে প্রচলিত বন সংরক্ষিত আইনে মামলা করা হয়েছে৷

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেয়া হয়েছে ক্যান্টনমেন্টের অস্থায়ী কারাগারে

গাজায় স্বাস্থ্য সংকট কয়েক প্রজন্ম থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত