সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ এক বনদস্যু আটক

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ১২: ০১

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ এক বনদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।

বিজ্ঞাপন

কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) কর্মকর্তা লে. মাহবুব উল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের শিবসা ফরেস্ট অফিস সংলগ্ন শিবসা নদীর পশ্চিম তীরে মুচির দোয়ানি এলাকায় দুর্ধর্ষ বনদস্যু আনারুল বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে রোববার রাতে কোস্টগার্ড ওই এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দস্যু দলের সদস্যরা বনের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা গুলিসহ দুর্ধর্ষ বনদস্যু আনারুল বাহিনীর সদস্য মো. বিল্লাল হোসেনকে (৩৩) আটক করা হয়।

আটক বিল্লাল জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দেয় দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতির সঙ্গে জড়িত থাকার পাশাপাশি বনদস্যু আনারুল বাহিনীকে অস্ত্র ও গুলি দিয়ে সহযোগিতা করে আসছিল সে। বনদস্যু মো. বিল্লাল হোসেন (৩৩) খুলনার কয়রা থানার বাসিন্দা বলেও জানায় কোস্টগার্ড।

এদিকে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ আটক বিল্লালকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার সকালে খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে কোস্টগার্ড। এতে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কোস্টগার্ড।

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত