
ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা বাতিল করল দুই দেশ
বিশ্বব্যাপী পাসপোর্টের শক্তিমত্তা নির্ধারণকারী ‘হেনলি পাসপোর্ট সূচক ২০২৬’-এ ভারতের অবস্থান কিছুটা উন্নত হয়েছে। সূচকে ভারত ৮৫তম স্থান থেকে উঠে এসেছে ৮০তম অবস্থানে। তবে এই অগ্রগতির মাঝেই ভারতীয় নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার করেছে দুটি দেশ—ইরান ও বলিভিয়া।







