আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১৭ বছর পর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে যুক্তরাষ্ট্র-বলিভিয়া

আমার দেশ অনলাইন

১৭ বছর পর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে যুক্তরাষ্ট্র-বলিভিয়া
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রদূত পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে যাচ্ছে বলিভিয়া। শনিবার এক যৌথ ঘোষণায় এ তথ্য জানান বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ ও যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ। খবর বার্তা সংস্থা সিনহুয়ার

প্রেসিডেন্ট হিসেবে পাজের শপথ গ্রহণের পর লা পাজে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এই ঘোষণা দেয়া হয়। বিলিভিয়ার প্রেসিডেন্ট পাজ বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা খুব শিগরিই রাষ্ট্রদূত নিযুক্ত করতে যাচ্ছি।’

বিজ্ঞাপন

পাজ এই সিদ্ধান্তকে বলিভিয়ার পররাষ্ট্র নীতিতে বাস্তবসম্মত পরিবর্তনের অংশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘আমরা সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার দৃষ্টিভঙ্গি নিয়ে মার্কিন সরকার এবং জনগণের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করব।’

তবে রাষ্ট্রদূত নিযুক্ত করার জন্য কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

উভয় দেশের সরকার জানিয়েছে, শিক্ষা, জননিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্য এবং বিনিয়োগের মতো ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের জন্য প্রযুক্তিগত আলোচনা চলছে।

তৎকালীন বামপন্থী প্রেসিডেন্ট ইভো মোরালেস যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিককে বলিভিয়া থেকে বহিষ্কার করেন। তার অভিযোগ ছিল, ওই মার্কিন দূত বলিভিয়ায় ষড়যন্ত্রে জড়িত ছিল। পাল্টা প্রতিক্রিয়ায় ওয়াশিংটনও বলিভিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন