সমাজতন্ত্র থেকে পুঁজিবাদের পথে বলিভিয়া

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১১: ১৭
ছবি: সংগৃহীত

রোববারের নির্বাচনে ডানপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির (পিডিসি) রদ্রিগো পাজকে নির্বাচিত করেছেন বলিভিয়ার ভোটাররা। যার ফলে দুই দশক ধরে চলা সমাজতান্ত্রিক শাসনের অবসান ঘটলো দক্ষিণ আমেরিকার এই দেশটিতে।

সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস এবং তার উত্তরসূরী বিদায়ী প্রেসিডেন্ট লুইস আর্সের বামপন্থী সরকারের অধীনে বছরের পর বছর ধরে চলা বৈরী সম্পর্কের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন নব নির্বাচিত প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

সেইসঙ্গে নির্বাচনে জিতে সকলের জন্য পুঁজিবাদী কৌশল প্রণয়ন, কর ছাড়, শুল্ক হ্রাস এবং জাতীয় সরকারের বিকেন্দ্রীকরণের প্রতিশ্রুতিও দিয়েছেন পাজ।

আল জাজিরার আলেসান্দ্রো রাম্পিয়েত্তি বলেছেন, এই নির্বাচন বলিভিয়ায় একটি নতুন রাজনৈতিক ধারার সূচনা করেছে।

কয়েক বছর ধরে ব্যাপক অর্থনৈতিক সংকটের মুখোমুখি বলিভিয়া। তিনি বলেন, দেশটির তেল খাত ৬০ শতাংশ ও প্রাকৃতিক গ্যাস উৎপাদন ৪৬ শতাংশ হ্রাস পেয়েছে। আর ২০ শতাংশের উপরে উঠেছে মুদ্রাস্ফীতি।

ডলার ও জ্বালানির ঘাটতি এবং বার্ষিক মুদ্রাস্ফীতি ২০ শতাংশেরও বেশি থাকায়, ক্ষুব্ধ ভোটাররা গত আগস্টে প্রথম নির্বাচনী রাউন্ডে সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের প্রতিষ্ঠিত মুভমেন্ট টুওয়ার্ড সোশ্যালিজম (এমএএস) দলকে প্রত্যাখ্যান করে।

রোববার দ্বিতীয় ধাপে লড়াইয়ে নামেন দুই কঠোর এমএএস বিরোধী রদ্রিগো পাজ এবং সাবেক অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জর্জ কুইরোগা। স্পষ্ট ব্যবধানে কুইরোগাকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন পাজ।

দেশটিতে বিদায়ী নেতা লুইস আর্সের অধীনে জ্বালানি ও বৈদেশিক মুদ্রার তীব্র ঘাটতি দেখা দেয়।

একসময়ের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত দেশটির হাইড্রোকার্বন খাতে পরবর্তী সরকারগুলো বিনিয়োগ কমিয়ে দেয়।

পরবর্তীতে, উৎপাদন কমে যায় এবং বলিভিয়া জ্বালানির জন্য সর্বজনীন ভর্তুকি বজায় রাখার জন্য তার ডলারের রিজার্ভ প্রায় হ্রাস করে, যা আমদানি করার সামর্থ্য তাদের নেই।

১ কোটি ১৩ লাখ জনসংখ্যার দেশটি চার দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখোমুখি দাঁড়ায়। পেট্রোল পাম্পগুলোয় দীর্ঘ লাইন দেশটির একটি সাধারণ দৃশ্য হয়ে উঠেছে।

দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে বলিভিয়ায় সমাজতান্ত্রিক মুভমেন্ট টুওয়ার্ড সোশ্যালিজম (এমএএস) দলের আধিপত্য ছিল। সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস দলটি প্রতিষ্ঠা করেন। দেশটির প্রথম আদিবাসী নেতা হিসেবে মোরালেস কিউবা, ভেনেজুয়েলা ও রাশিয়ার সঙ্গে জোট গড়ে তোলেন এবং জ্বালানি খাত জাতীয়করণ করেন।

তবে সাম্প্রতিক বছরগুলোতে উচ্চ মুদ্রাস্ফীতি, জ্বালানি ঘাটতি ও রপ্তানি সংকট জনগণের মধ্যে সমাজতান্ত্রিক নীতির প্রতি হতাশা সৃষ্টি করে।

আর এই হতাশার প্রতিফল ঘটে রোববারের নির্বাচনে। বামপন্থাকে পেছনে ফেলে ডানপন্থি পুঁজিবাদী শাসন ব্যবস্থাকে বেছে নেয় বলিভিয়ার ভোটটাররা।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত