
প্রথম সমাবর্তন অনিশ্চিত, দ্বিতীয়টির ফি নিচ্ছে বুটেক্স
প্রথম সমাবর্তনও অনুষ্ঠিত হয়নি, তবু দ্বিতীয় সমাবর্তনের নামে নতুন করে রেজিস্ট্রেশন ফি আদায় শুরু করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) প্রশাসন। এতে ক্ষোভে ফুঁসছেন সাবেক ও সদ্য স্নাতক শিক্ষার্থীরা। এক বছর আগে নির্ধারিত প্রথম সমাবর্তনের তারিখ পেরিয়ে গেলেও এখনো অনুষ্ঠানটি অনিশ্চিত









