হিজরির অষ্টম বছর, রমজান মাস। মক্কার চারপাশের পাহাড় আর উপত্যকা শুকনো কাষ্ঠের মতো, সময়টা বসন্তের শেষের আবহাওয়াময়। কিছু জায়গায় মাথা উঁচু করে আছে সবুজ ঘাসের প্রাণচাঞ্চল্য।
মহানবী (সা.)-এর সার্বিক বিচক্ষণতা ও সামরিক দক্ষতায় রক্তপাতহীন এক বিজয় ঐতিহাসিক মক্কাবিজয়। এ বিজয় ইসলামের ইতিহাসে এক অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। ইসলাম ও মানবতার চূড়ান্ত বিজয়। অষ্টম হিজরির ১৯ রমজান এ বিজয় অর্জিত হয়।