মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্যাম্পাস টিভি স্টুডিও উদ্বোধন করা হয়েছে। আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে স্টুডিওটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্লোগান হচ্ছে ‘আ সেন্টার অব অ্যাকাডেমিক অ্যান্ড মোরাল এক্সিলেন্স’। অর্থাৎ মানারাত তার শিক্ষার্থীদের শুধু অ্যাকাডেমিক পাঠদানই করে না; নৈতিক জ্ঞানেও সমৃদ্ধ করে। এ লক্ষ্যকে হৃদয়ে ধারণ করে বিভাগের একদল দক্ষ ও বন্ধুভাবাপন্ন শিক্ষক চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। লক্ষ