বজ্রপাতপ্রবণ এলাকায় কৃষকদের সুরক্ষায় অভিনব এক যন্ত্র তৈরি করেছে ভারতের পশ্চিমবঙ্গের একদল স্কুলছাত্র। বাঁশের খুঁটি, তামার তার ও অ্যালুমিনিয়ামের পাত ব্যবহার করে তৈরি এই স্বল্পমূল্যের বজ্রপাত নিরোধক যন্ত্র ইতোমধ্যেই মাঠপর্যায়ে সফলভাবে কাজ করছে।
নিয়ম অনুযায়ী নিজেরাই যন্ত্র মেরামত করার কথা থাকলেও ৯০ ভাগই হচ্ছে তৃতীয় পক্ষ, তথা ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে। যেখানে ঠিকমতো যন্ত্র মেরামত না করেই বিল তোলা, যন্ত্রাংশের দাম কয়েক গুণ বেশি দরে কেনা হয়েছে।