
গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবির পাঠ্যবইয়ের সংশোধন ও পরিমার্জন কমিটির অন্যতম সদস্য সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহা ইসলাম ধর্মকে হেয়প্রতিপন্ন করে ফেসবুকে একটি পোস্ট দেন। এ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এই মামলার আবেদন করা হয়।
সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেয় তারা। প্রেসক্লাবের সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগর শিবির সভাপতি নুরুল হুদা, জেলা সভাপতি হামিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ, মহানগর সেক্রেটারি আনিসুর রহমান, প্রচার সম্পাদক আতিকুজ্জামান আতিক, রোকেয়া বিশ্ববিদ্যালয় সেক্রেটারি সুমন সরকার প্রমুখ।