আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এনসিটিবি’র রাখাল রাহার বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার

এনসিটিবি’র রাখাল রাহার বিরুদ্ধে মামলা

সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমের আদালতে মামলার আবেদন করেন সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তি। আদালত তার জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আগামি ২২ মে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী মো. জুয়েল বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার বিষয়টি নজরে আসলে মামলার বাদী সাজ্জাদ হোসেন মতিঝিল থানায় মামলা করতে যান। সেখানে থানা-পুলিশ মামলা না নিয়ে বাদীকে আদালতে মামলা করার পরামর্শ দেন। সে অনুয়ায়ী আজকে আদালতে মামলার আবেদন করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারি রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দেন। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এর মাধ্যমে রাখাল রাহা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাম্প্রদায়িক উস্কানি দেয়ার চেষ্টা করেছেন। আল্লাহ ও তার রাসুল (সা) কে নিয়ে কটুক্তি করায় অভিযোগটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং সাক্ষীদের তলব করে ইসলাম ধর্মে বিশ্বাসীদের পক্ষে সুবিচার নিশ্চিতের প্রার্থনা করার দাবি জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন