রাখাল রাহাকে গ্রেপ্তার ও আলেপের দ্রুত বিচারের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

রংপুর ব্যুরো
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ০৯

মহান আল্লাহ ও নবী (সা.) কে নিয়ে কটূক্তিকারী রাখাল রাহাকে (সাজ্জাদুর রহমান) গ্রেপ্তার এবং ধর্ষক র‍্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের দ্রুত বিচারের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর ছাত্রশিবির।

রোববার বিকেলে রংপুর মহানগরীর শাপলা চত্বর থেকে মিছিলটি বের হয়ে গ্র্যান্ড হোটেল মোড় জীবন বীমা মোড় দাবানল মোড় জাহাজ কোম্পানি মোড় হয়ে প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশ করে। মিছিলে কয়েক হাজার ছাত্রশিবির নেতাকর্মী অংশ নেয়।

বিজ্ঞাপন

অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেয় তারা। প্রেসক্লাবের সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগর শিবির সভাপতি নুরুল হুদা, জেলা সভাপতি হামিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ, মহানগর সেক্রেটারি আনিসুর রহমান, প্রচার সম্পাদক আতিকুজ্জামান আতিক, রোকেয়া বিশ্ববিদ্যালয় সেক্রেটারি সুমন সরকার প্রমুখ।

এ সময় শিবির নেতারা বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসুলকে নিয়ে কটূক্তি করে এখনো গ্রেপ্তার হয়নি রাখাল রাখা। তাকে গ্রেফতার করা না হলে সারা বাংলাদেশে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে। একই সাথে তারা ধর্ষক র‍্যাব কর্মকর্তা আলেপের দ্রুত বিচারের মুখোমুখি করে ফাঁসির দাবি করেন।

এমএস

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত