
দুর্ভোগের রাজধানী
রাজধানীতে আতঙ্কের নাম ব্যাটারিচালিত রিকশা
রাজধানীতে জনদুর্ভোগের নতুন আতঙ্ক ব্যাটারিচালিত রিকশা। মূল সড়ক থেকে গলিপথ, স্কুলগেট, ফ্লাইওভারের ওপরে কিংবা ওভারব্রিজের নিচে; প্রতিটি সড়কে দাপিয়ে বেড়াচ্ছে এসব রিকশা। বেপরোয়াভাবে চালানোয় এসব রিকশা দুর্ঘটনায় পড়ছে অহরহ। এমন অবস্থায় হাইকোর্ট ব্যাটারিচালিত রিকশা বন্ধের আদেশ দিলে সড়কে নামেন চালকেরা।



