
রুনা লায়লা : এক সুরলোকে যাওয়ার দরজা
অনেক পথ চলেছি। ক্যামেরার লাল আলো, স্টুডিওর উত্তাপ, রাতভর পরিকল্পনা আর জাতির কাছে পৌঁছে দেওয়া একের পর এক শিল্প—সব মিলিয়ে বিটিভির করিডোর আজও আমার ভেতর অনুরণিত হয়। কিন্তু কিছু স্মৃতি আছে, যেগুলো মনে পড়লে হৃদয়ের ভেতর আলো হেসে ওঠে।






