
বিনোদন রিপোর্টার

বিশ্ব সঙ্গীতাঙ্গনের গর্ব বাংলাদেশের জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী রুনা লায়লা তার সঙ্গীত জীবনের পথচলায় ষাট বছর পূর্ণ করেছেন। বর্ণাঢ্যময় সঙ্গীত জীবনের অসংখ্য প্রাপ্তি, কোটি কোটি শ্রোতা দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন তিনি। দেখতে দেখতে যেন চোখের পলকেই রুনা লায়লা তার সঙ্গীত জীবনে ষাটটি বছর পূর্ণ করেছেন।
তাঁর সঙ্গীত জীবনের ষাট বছরের পূর্ণতাকে আরো পরিপূর্ণ করে তুলতে স্যাটেলাইট চ্যানেল মাছরাঙ্গা টিভি রুনা লায়লাকে নিয়েই এই চ্যানেলের জনপ্রিয় শো ‘স্টার নাইট’ সাজানো হয়েছে। গত ৮ অক্টোবর রুনা লায়লার পর্বটির রেকর্ডিং সম্পন্ন হয়। আগামী ১৭ নভেম্বর রুনা লায়লার জন্মদিন। জন্মদিনের ঠিক এক মাস আগেই রুনা লায়লাকে নিয়ে বিশেষ এই পর্বটি প্রচার হতে যাচ্ছে আজ শুক্রবার রাত নয়টায়।
‘স্টার নাইট’-এর গ্রন্থনা করেছেন রুম্মান রশীদ খান। তিনি জানান, এই পর্বে রুনা লায়লাকে ৬০টি গোলাপ ফুল দিয়ে বরণ করে নেয়া, ৬০ সংখ্যাকে উপজীব্য করে কেক কাটা, ৬০টি প্রশ্ন করে বিশেষ আয়োজনকে স্মরণীয় করে রাখার উদ্যোগ নেয়া হয় ‘স্টার নাইট’-এ। বিশেষ এই আয়োজনে দেশের এ সময়ের জনপ্রিয় ১০ সংগীত তারকা কনা, লিজা, লুইপা, কোনাল, ঝিলিক, সুকন্যা, সাব্বির, কিশোর, অপু, ইউসুফ বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠিয়ে রুনা লায়লাকে চমকে দিয়েছেন। শুধু তাই নয়, রুনা লায়লার পরিবার এবং আন্তর্জাতিক অঙ্গনের অনেক সংগীত ও চলচ্চিত্র তারকা রুনা লায়লার জন্য তাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে আবেগাপ্লুত করেছেন জীবন্ত এই কিংবদন্তীকে।
রুনা লায়লার শৈশব-কৈশোর ও সংগীত জীবনের অপ্রকাশিত ছবি এবং অজানা কিছু তথ্য জানা যাবে ‘স্টার নাইট’-এর এই পর্বে। রুম্মান রশীদ খানের গ্রন্থনা, অজয় পোদ্দারের প্রযোজনায় ও নিয়াজ মোরশেদ রাজীবের প্রযোজনা সহযোগিতায় ‘স্টার নাইট’ উপস্থাপনা করেছেন মৌসুমী মৌ।
এই আয়োজনে উপস্থিত হওয়া প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘বেশকিছুদিন আমি দেশের বাইরে ছিলাম। অক্টোবরের প্রথম সপ্তাহেই আমি দেশে এসেছি। দেশে ফিরেই মাছরাঙ্গার এই আয়োজনে অংশগ্রহণ করা। আমার সঙ্গীত জীবনের ষাট বছর পূর্তিতে বিশেষ এই আয়োজনের পরিকল্পনা, সেট ডিজাইন, কেক’সহ সবকিছুই আমার কাছে ভীষণ ভালোলেগেছে। এর আগেও আমি মাছরাঙ্গার অন্য আয়োজনে কথা বলেছি। তবে এবারের আয়োজনটি বেশি ভালোলেগেছে। আশা করছি দর্শকেরও ভালোলাগবে স্টার নাইট-এর এই পর্বটি। ধন্যবাদ রুম্মান’সহ স্টার নাইট-এর নেপথ্যে যারা আছেন তাদের সবাইকে।’
উল্লেখ্য, ‘স্টার নাইট’-এ নিয়ে আসা ভীষণ মজাদার এবং রুনা লায়লার ছবি দিয়ে তৈরি শৈল্পিক কেকটি তৈরি করেছেন ‘ক্রিয়েশনস বাই ফারহানা’র কর্ণধার ফারহানা হাবিব।

বিশ্ব সঙ্গীতাঙ্গনের গর্ব বাংলাদেশের জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী রুনা লায়লা তার সঙ্গীত জীবনের পথচলায় ষাট বছর পূর্ণ করেছেন। বর্ণাঢ্যময় সঙ্গীত জীবনের অসংখ্য প্রাপ্তি, কোটি কোটি শ্রোতা দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন তিনি। দেখতে দেখতে যেন চোখের পলকেই রুনা লায়লা তার সঙ্গীত জীবনে ষাটটি বছর পূর্ণ করেছেন।
তাঁর সঙ্গীত জীবনের ষাট বছরের পূর্ণতাকে আরো পরিপূর্ণ করে তুলতে স্যাটেলাইট চ্যানেল মাছরাঙ্গা টিভি রুনা লায়লাকে নিয়েই এই চ্যানেলের জনপ্রিয় শো ‘স্টার নাইট’ সাজানো হয়েছে। গত ৮ অক্টোবর রুনা লায়লার পর্বটির রেকর্ডিং সম্পন্ন হয়। আগামী ১৭ নভেম্বর রুনা লায়লার জন্মদিন। জন্মদিনের ঠিক এক মাস আগেই রুনা লায়লাকে নিয়ে বিশেষ এই পর্বটি প্রচার হতে যাচ্ছে আজ শুক্রবার রাত নয়টায়।
‘স্টার নাইট’-এর গ্রন্থনা করেছেন রুম্মান রশীদ খান। তিনি জানান, এই পর্বে রুনা লায়লাকে ৬০টি গোলাপ ফুল দিয়ে বরণ করে নেয়া, ৬০ সংখ্যাকে উপজীব্য করে কেক কাটা, ৬০টি প্রশ্ন করে বিশেষ আয়োজনকে স্মরণীয় করে রাখার উদ্যোগ নেয়া হয় ‘স্টার নাইট’-এ। বিশেষ এই আয়োজনে দেশের এ সময়ের জনপ্রিয় ১০ সংগীত তারকা কনা, লিজা, লুইপা, কোনাল, ঝিলিক, সুকন্যা, সাব্বির, কিশোর, অপু, ইউসুফ বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠিয়ে রুনা লায়লাকে চমকে দিয়েছেন। শুধু তাই নয়, রুনা লায়লার পরিবার এবং আন্তর্জাতিক অঙ্গনের অনেক সংগীত ও চলচ্চিত্র তারকা রুনা লায়লার জন্য তাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে আবেগাপ্লুত করেছেন জীবন্ত এই কিংবদন্তীকে।
রুনা লায়লার শৈশব-কৈশোর ও সংগীত জীবনের অপ্রকাশিত ছবি এবং অজানা কিছু তথ্য জানা যাবে ‘স্টার নাইট’-এর এই পর্বে। রুম্মান রশীদ খানের গ্রন্থনা, অজয় পোদ্দারের প্রযোজনায় ও নিয়াজ মোরশেদ রাজীবের প্রযোজনা সহযোগিতায় ‘স্টার নাইট’ উপস্থাপনা করেছেন মৌসুমী মৌ।
এই আয়োজনে উপস্থিত হওয়া প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘বেশকিছুদিন আমি দেশের বাইরে ছিলাম। অক্টোবরের প্রথম সপ্তাহেই আমি দেশে এসেছি। দেশে ফিরেই মাছরাঙ্গার এই আয়োজনে অংশগ্রহণ করা। আমার সঙ্গীত জীবনের ষাট বছর পূর্তিতে বিশেষ এই আয়োজনের পরিকল্পনা, সেট ডিজাইন, কেক’সহ সবকিছুই আমার কাছে ভীষণ ভালোলেগেছে। এর আগেও আমি মাছরাঙ্গার অন্য আয়োজনে কথা বলেছি। তবে এবারের আয়োজনটি বেশি ভালোলেগেছে। আশা করছি দর্শকেরও ভালোলাগবে স্টার নাইট-এর এই পর্বটি। ধন্যবাদ রুম্মান’সহ স্টার নাইট-এর নেপথ্যে যারা আছেন তাদের সবাইকে।’
উল্লেখ্য, ‘স্টার নাইট’-এ নিয়ে আসা ভীষণ মজাদার এবং রুনা লায়লার ছবি দিয়ে তৈরি শৈল্পিক কেকটি তৈরি করেছেন ‘ক্রিয়েশনস বাই ফারহানা’র কর্ণধার ফারহানা হাবিব।

সুনামগঞ্জ জেলার একটি স্কুলে ক্লাস চলাকালীন এক শিক্ষকের ডাস্টারের আঘাতে এক শিক্ষার্থীর মাথা ফেটে রক্ত ঝরার ঘটনা ঘটেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে বইছে নিন্দার ঝড়। অনেকেই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
১৫ মিনিট আগে
আগামীকাল ১৩ নভেম্বর নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী। প্রয়াত এই কিংবদন্তীর বহু নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন ডা. এজাজ।
২ ঘণ্টা আগে
ছোট পর্দায় আবারো জুটি হিসেবে দেখা মিলল তাসনুভা তিশা ও আরশ খানের। সম্প্রতি এ জুটির নতুন নাটক ‘কেউ একজন তুমি’ প্রকাশ পেয়েছে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে।
৩ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বেড়েছে পাকিস্তানি তারকাদের আনাগোনা। গত সেপ্টেম্বরে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বাংলাদেশে এসেছিলেন। অন্যদিকে আগামী ১৪ নভেম্বর বাংলাদেশে পারফর্ম করবেন পাকিস্তানি ব্যান্ড জুনুন। আর এবার আলোচনায় পাকিস্তানি আরেক জনপ্রিয় মুখ আহাদ রাজা মীর।
৩ ঘণ্টা আগে