আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘চিরদিন আমি রবো’-তে রুনা লায়লা

বিনোদন ডেস্ক

‘চিরদিন আমি রবো’-তে রুনা লায়লা

দেশের কিংবদন্তী সংগীতশিল্পী রুনা লায়লা। গায়িকার পাশাপাশি সুরকার হিসাবেও পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অডিও এবং সিনেমা মিলিয়ে তার ঝুলিতে রয়েছে ১৮টি ভাষায় দশ হাজারেরও বেশি গান!

রুনা লায়লা-ই একমাত্র শিল্পী যিনি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে সমানভাবে জনপ্রিয়। আজ এই প্রখ্যাত এই সংগীতশিল্পীর জন্মদিন। জীবনের ৭২ বসন্ত পেরিয়ে এদিন ৭৩-এ পা রাখতে চলেছেন তিনি। আর বিশেষ এই দিনটি প্রতিবারের মত উদযাপন করবে চ্যানেল আই।

বিজ্ঞাপন

দিনভর নানা অনুষ্ঠানের পাশাপাশি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই শিল্পীকে নিয়ে আজ রাত ১০টা ২০ মিনিটে চ্যানেল আইয়ে থাকছে একটি সাক্ষাৎকারভিত্তিক বিশেষ অনুষ্ঠান ‘চিরদিন আমি রবো’। অনন্যা রুমার প্রযোজনায় সাক্ষাৎকার গ্রহণ করেছেন রুনা লায়লার সুযোগ্য শিষ্য এবং উত্তরসূরি চ্যানেল আই সেরাকণ্ঠের কোনাল, ঝিলিক এবং ইউসুফ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...