
অক্টোবরে সড়কে মৃত্যু বেড়েছে ৫.৭৫ শতাংশ
অক্টোবর মাসে দেশে ৪৮৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৪১ জন এবং আহত হয়েছেন এক হাজার ১২৮ জন। নিহতের মধ্যে নারী ৫৭ জন ও ৬৩ শিশুও রয়েছে। এর আগের মাস সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে নিহত হন ১৩ দশমিক ৯ জন। অক্টোবরে নিহত হয়েছে ১৪ দশমিক ৭ জন। এই হিসেবে অক্টোবর মাসে প্রাণহানি বেড়েছে ৫ দশমিক ৭৫ শতাংশ





