সিলেট নগরের বিদ্যুৎ সরবরাহকারী কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন প্রায় ১১ দিন ধরে বন্ধ রয়েছে। ফলে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিজস্ব জেনারেশন সিলেটে আর নেই। তাই জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ এনে নগরীতে বিদ্যুৎ বিতরণ করা হচ্ছে। তবে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করছে
‘মৌলভীবাজার শহরে আমাদের ৩২ হাজার গ্রাহকের জন্য বিদ্যুতের চাহিদা দিনে ১২ থেকে ২০ মেগাওয়াট পর্যন্ত হয়। আমাদের সোর্স লাইন ফেঞ্চুগঞ্জ ও শ্রীমঙ্গল। কিন্তু শ্রীমঙ্গল গ্রিড থেকে বর্তমানে সর্বোচ্চ তিন থেকে চার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ফলে বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে।’
আসন্ন সেচ ও গ্রীষ্ম মৌসুমে তীব্র বিদ্যুৎ সংকটে পড়তে যাচ্ছে দেশ। পাশাপাশি মার্চে শুরু হচ্ছে পবিত্র রমজান। ওই সময় ১৮ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হতে পারে ১৪ হাজার মেগাওয়াটের মতো।