আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঘনঘন লোডশেডিংয়ে চরম দুর্ভোগে জনজীবন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

ঘনঘন লোডশেডিংয়ে চরম দুর্ভোগে জনজীবন

মৌলভীবাজার শহরে আবারও ভয়াবহ লোডশেডিং শুরু হয়েছে। গত সোমবার থেকে শহরের অধিকাংশ এলাকায় প্রতি ঘণ্টায় একবার করে বিদ্যুৎ চলে যাচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের কষ্ট সীমাহীন হয়ে পড়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত শহরের বেশিরভাগ এলাকাই অন্ধকারে ছিল। সুলতানপুর, কাজিরগাঁও, দরগা মহল্লা, লেইক রোড, আরাবাগসহ শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন—‘কয়েক দিন ধরে আবার ঘনঘন লোডশেডিং শুরু হয়েছে। একটু পরপর বিদ্যুৎ চলে যাচ্ছে, গরমে হাঁসফাঁস করে মরার উপক্রম।’

বিজ্ঞাপন

চলমান এই পরিস্থিতিতে নাগরিকরা দ্রুত সমাধান প্রত্যাশা করছেন। বিশেষ করে চলমান গরমের প্রেক্ষাপটে বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধান না হলে জনজীবন আরো বিপর্যস্ত হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) ইঞ্জিনিয়ার হোসাইন মোহাম্মদ সাব্বির ফজলুল কবীর লোডশেডিংয়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মৌলভীবাজার শহরে আমাদের ৩২ হাজার গ্রাহকের জন্য বিদ্যুতের চাহিদা দিনে ১২ থেকে ২০ মেগাওয়াট পর্যন্ত হয়।

আমাদের সোর্স লাইন ফেঞ্চুগঞ্জ ও শ্রীমঙ্গল। কিন্তু শ্রীমঙ্গল গ্রিড থেকে বর্তমানে সর্বোচ্চ তিন থেকে চার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ফলে বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...