
নানা সমস্যায় ধুঁকছে বরগুনার শুঁটকিপল্লী
প্রায় আট মাস পর বরগুনার আশারচর, নিদ্রারচরসহ উপকূলের শুঁটকিপল্লীগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। হাজারো ব্যবসায়ী, জেলে আর শ্রমিকের পদচারণায় এখন মুখর এ অঞ্চল। মহাজনের কাছ থেকে দাদন নিয়ে পুরোদমে কাজে নেমে পড়েছেন জেলেরা।
