
বিভুরঞ্জন কেন সুইসাইড করলেন
সাংবাদিক বিভুরঞ্জন সরকার তার জীবনের শেষ লেখা হিসেবে ছাপার ফুটনোটসহ একটি অনলাইনে লেখা পাঠিয়েই নিজের মোবাইল বাসায় রেখে নিরুদ্দেশ হয়ে যান। খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা তার সন্ধান পেতে পুলিশের শরণাপন্ন হন, থানায় জিডি করেন। একদিন পরই বিভুরঞ্জন সরকারের লাশ পাওয়া গেল মেঘনা নদীতে।

