যুবায়ের পন্থিদের প্রস্তুতি চলছে জোরেশোরে
সংঘর্ষ ও মামলা-পাল্টা মামলায় সাদপন্থিদের আয়োজন নিয়ে অনিশ্চয়তা থাকলেও মাওলানা যুবায়ের অনুসারীদের প্রথম পর্বের প্রস্তুতি পুরোদমে চলছে। আগামী ৩১ জানুয়ারি শুরু হতে যাওয়া ইজতেমার প্রথম পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনও তৎপর রয়েছে।
ইজতেমা মাঠে তাণ্ডব
বিশ্ব ইজতেমাকে ঘিরে তাবলিগ জামাতের দুই গ্রুপের দ্বন্দ্ব-সংঘাতের জেরে চরম অস্থিরতা বিরাজ করছে। সম্প্রতি টঙ্গীর ইজতেমা মাঠে হামলায় তাবলিগের তিন কর্মী নিহতের ঘটনায় এ অস্থিরতা আরও বেড়েছে।