বলিউডে অনেক বছর ধরে নিজেদের রাজত্ব ধরে রেখেছেন তিন খান— আমির, সালমান ও শাহরুখ। শাহরুখের সঙ্গে সালমান একাধিক সিনেমায় অভিনয় করেছেন। আমিরের সঙ্গে দেখা গেছে সালমানকে। তবে শাহরুখের সঙ্গে কখনো অভিনয় করেননি আমির।
সালমান খানের সঞ্চালনায় জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের ১৯তম সিজনের জন্য দর্শকরা মুখিয়ে আছেন। মানুষকে হতাশ না করার যথাসাধ্য চেষ্টা করছেন। ওই জায়গা থেকে বিশেষ চমক হিসেবে এবারের বিগ বসে রাখা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে তৈরি প্রথম এআই পুতুল হাবুবু।
মুম্বাইয়ের ধারাভি বসতির আদলে বিশাল সেট তৈরি হয়েছে। আর সেই হলিউড রিমেকেই দেখা যাবে ভাইজানকে। যদিও সালমানের চরিত্র নিয়ে এখনই মুখ খুলতে চাইছেন না নির্মাতা। তবে তার চরিত্রে একটা চমক রয়েছে।