আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

একটি ভালো গল্পের অপেক্ষায় বলিউডের তিন খান

বিনোদন ডেস্ক
একটি ভালো গল্পের অপেক্ষায় বলিউডের তিন খান
শাহরুখ খান, সালমান খান ও আমির খান। ছবি: সংগৃহীত

একটা ভালো গল্পের অপেক্ষায় রয়েছেন বলিউডের তিন খান। তারা হলেন সালমান খান, শাহরুখ খান, আমির খান। ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন, একটা ভালো গল্পের অপেক্ষায় রয়েছেন খানেরা। এ নিয়ে তাদের মধ্যে কথাও হয়েছে, সবাই সম্মতও হয়েছেন। ওই সাক্ষাৎকারে আমির খান বলেছেন, ‘ছয় মাস আগে আমি, সালমান ও শাহরুখ দেখা করেছিলাম। তখন আমাদের এ নিয়ে আলোচনা হয়।’

বিজ্ঞাপন

আমির খানই নাকি বিষয়টি আলোচনায় তুলে ধরেন। তিনি বলেন, ‘তিনজনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই তুলে ধরেছিলাম। শাহরুখ ও সালমানকে বলি, আমরা তিনজন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত হয়েছিল। আমাদের সত্যিই তিনজনের একসঙ্গে একটা ছবি করা দরকার। আশা করছি, এটা বাস্তবায়িত হবে। তবে এর জন্য একটা ভালো গল্পের প্রয়োজন। ভালো চিত্রনাট্য দরকার। সেটারই অপেক্ষায় রয়েছি আমরা।’

গত বছর ‘পাঠান’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ ও সালমান খানকে। আর আমির খানকে শেষ দেখা গিয়েছে ‘লাল সিংহ চাড্ডা’ সিনেমায়। বর্তমানে তিনি ‘সিতারে জ়মিন পার’ ছবি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন