বিনোদন রিপোর্টার
সালমান খানের সঞ্চালনায় জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের ১৯তম সিজনের জন্য দর্শকরা মুখিয়ে আছেন। মানুষকে হতাশ না করার যথাসাধ্য চেষ্টা করছেন। ওই জায়গা থেকে বিশেষ চমক হিসেবে এবারের বিগ বসে রাখা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে তৈরি প্রথম এআই পুতুল হাবুবু। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হাবুবু ডলস আজকাল সোশ্যাল মিডিয়ায় প্রচুর আলোচনায় থাকলেও এর রোবোটিক অবতার (হাবুবু) শোতে দর্শকরা এবার দেখতে পাবেন। হাবুবু বিগ বসের খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতায় নামছে। নির্মাতারা এই পুতুলটি নিয়ে শোতে কী টুইস্ট এবং টার্ন আনার চেষ্টা করেন এখন সেটাই দেখার অপেক্ষা।
বিগ বস খাবরি নামের একটি প্ল্যাটফর্ম বিগ বসের সব খবর শেয়ার করে থাকে। হাবুবুকে নিয়ে সেখানে বলা হয়েছে, হাবুবু শুধু একটি এআই পুতুল-ই হবে না, এর গহনা, ফ্যাশন, স্টাইলিং, সমস্ত বিষয় মাথায় রেখে বিশেষভাবে তৈরি করা হবে। সে বিগ বস ১৯-এর অংশ হওয়া প্রথম প্রতিযোগী হবে। নির্মাতারা খেলোয়াড়দের জন্য শো-এ আলাদাভাবে অনেকগুলো কাজ ডিজাইন করেছেন, যাতে হাবুবু এই বিষয়ে তাদের হারাতে না পেরে।
ইন্ডিয়া ফোরামের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাবুবুর চোখ কিছুটা বড় হবে এবং তিনি গোলাপি রঙের লেহেঙ্গা পরবেন। সোনার গয়না এবং চোখের সামনে একটি ভাইসর তার চেহারাকে রোবোটিক স্পর্শ দেবে। বিগ বসের ঘরে সালমান কীভাবে হাবুবুকে পাবেন তাও দেখতে আকর্ষণীয় হবে।
মনে করা হয় যে হাবুবুকে প্রথমে বিগ বসের ঘরে পাঠানো হবে। এবং শো-এর ভিতরে পৌঁছানো খেলোয়াড়রা প্রথমে এই পুতুলটির সঙ্গে দেখা করবেন। এমিরেটস পুতুল হাবুবুকে প্রতিস্থাপন করতে এটা অনেক ছোট ছোট বিষয় মাথায় রাখা হয়েছে।
তবে, কোন কোন খেলোয়াড় এবার শো-তে অংশ নিতে পারেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা চলছে। বিগ বসের খবর অনুযায়ী, সালমান খনের প্রাক্তন প্রেমিকা লুলিয়া ভান্তুরের সঙ্গেও যোগাযোগ করেছেন নির্মাতারা।
সালমান খানের সঞ্চালনায় জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের ১৯তম সিজনের জন্য দর্শকরা মুখিয়ে আছেন। মানুষকে হতাশ না করার যথাসাধ্য চেষ্টা করছেন। ওই জায়গা থেকে বিশেষ চমক হিসেবে এবারের বিগ বসে রাখা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে তৈরি প্রথম এআই পুতুল হাবুবু। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হাবুবু ডলস আজকাল সোশ্যাল মিডিয়ায় প্রচুর আলোচনায় থাকলেও এর রোবোটিক অবতার (হাবুবু) শোতে দর্শকরা এবার দেখতে পাবেন। হাবুবু বিগ বসের খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতায় নামছে। নির্মাতারা এই পুতুলটি নিয়ে শোতে কী টুইস্ট এবং টার্ন আনার চেষ্টা করেন এখন সেটাই দেখার অপেক্ষা।
বিগ বস খাবরি নামের একটি প্ল্যাটফর্ম বিগ বসের সব খবর শেয়ার করে থাকে। হাবুবুকে নিয়ে সেখানে বলা হয়েছে, হাবুবু শুধু একটি এআই পুতুল-ই হবে না, এর গহনা, ফ্যাশন, স্টাইলিং, সমস্ত বিষয় মাথায় রেখে বিশেষভাবে তৈরি করা হবে। সে বিগ বস ১৯-এর অংশ হওয়া প্রথম প্রতিযোগী হবে। নির্মাতারা খেলোয়াড়দের জন্য শো-এ আলাদাভাবে অনেকগুলো কাজ ডিজাইন করেছেন, যাতে হাবুবু এই বিষয়ে তাদের হারাতে না পেরে।
ইন্ডিয়া ফোরামের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাবুবুর চোখ কিছুটা বড় হবে এবং তিনি গোলাপি রঙের লেহেঙ্গা পরবেন। সোনার গয়না এবং চোখের সামনে একটি ভাইসর তার চেহারাকে রোবোটিক স্পর্শ দেবে। বিগ বসের ঘরে সালমান কীভাবে হাবুবুকে পাবেন তাও দেখতে আকর্ষণীয় হবে।
মনে করা হয় যে হাবুবুকে প্রথমে বিগ বসের ঘরে পাঠানো হবে। এবং শো-এর ভিতরে পৌঁছানো খেলোয়াড়রা প্রথমে এই পুতুলটির সঙ্গে দেখা করবেন। এমিরেটস পুতুল হাবুবুকে প্রতিস্থাপন করতে এটা অনেক ছোট ছোট বিষয় মাথায় রাখা হয়েছে।
তবে, কোন কোন খেলোয়াড় এবার শো-তে অংশ নিতে পারেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা চলছে। বিগ বসের খবর অনুযায়ী, সালমান খনের প্রাক্তন প্রেমিকা লুলিয়া ভান্তুরের সঙ্গেও যোগাযোগ করেছেন নির্মাতারা।
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ও সমালোচনা। প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন এক নারী উদ্যোক্তা।
২ ঘণ্টা আগেবিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
৩ ঘণ্টা আগেজাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
৪ ঘণ্টা আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
৪ ঘণ্টা আগে