ওটিটিতে ফারিণের ‘প্রথম’ সিনেমা ফাতিমাগেল বছরের মে মাসে মুক্তি পাওয়া অভিনেত্রী তাসনিয়া ফারিণের ‘ফাতিমা’ সিনেমাটি দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। বৃহস্পতিবার থেকে সিনেমাটি বঙ্গতে দেখতে পাচ্ছেন দর্শকরা। এটিই ফারিণ অভিনীত প্রথম সিনেমা।১৯ এপ্রিল ২০২৫
ওটিটিতে আসছে ‘ফাতিমা’ছোট পর্দার প্রিয়মুখ তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ফাতিমা’ এবার আসছে ওটিটিতে। ছবিটি ইরানের ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল। উৎসবটিতে ‘ইস্টার্ন ভিস্তা’ বিভাগে সেরা অভিনেত্রীর ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার পেয়েছেন ফারিণ। গত বছরের মাঝামাঝি প্রেক্ষাগৃতে মুক্তি পাওয়ার পরও দর্শকের ভালো সাড়া পেয়েছে০৫ ফেব্রুয়ারি ২০২৫