বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
ব্র্যাকের সেমিনারে মোস্তাফিজুর রহমান
অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, এখনও দেশের প্রায় ১৮ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। গত তিন বছরে মুদ্রাস্ফীতি ৩০ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় অনেক মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্র্যাক ইউনিভার্সিটিতে “ইকোনোমিক রেজিলিয়েন্স অফ বাংলাদেশ: রোল অফ ফিসকাল ইয়ার” শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। যার ফলে প্রবাসী ও রফতানি আয়ে বাণিজ্য ভারসাম্য রক্ষা করা হয়েছে।