সকালে ঘুম থেকে ওঠে অনেকেই প্রথম কাজ হিসেবে হাতে নেন স্মার্টফোন। ফেসবুকে নিজের ঘুম ভাঙার ছবি। ইনস্টাগ্রামে ব্রেকফাস্টের প্লেটের ছবি। টুইটারে অফিস যাওয়ার পথের সেলফি। সবই ভেসে ওঠে সবার নিউজফিডে। অনেকে আবার সন্তানের নাম, জন্মদিন, স্কুলের নাম এমনকি ভ্রমণের সময় যাবতীয় তথ্য খোলাখুলিভাবে শেয়ার করেন।