ইসরাইল অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে উৎপাদিত পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া। সেইসঙ্গে গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষদের জন্য অতিরিক্ত সাহায্য প্যাকেজ অনুমোদন দিয়েছে দেশটি। বুধবার এক বিবৃতিতে একথা জানিয়েছে স্লোভেনিয়া সরকার।
ইসরাইলের দুই মন্ত্রীকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করেছে স্লোভেনিয়া। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো স্লোভেনিয়া এমন পদক্ষেপ নিলো। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক আগ্রাসনের প্রতিবাদে এ ঘোষণা দেয়া হয়।