স্লোভেনিয়ায় ইসরাইলের দুই মন্ত্রীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১১: ৪৯
ছবি: আল আরাবিয়া

ইসরাইলের দুই মন্ত্রীকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করেছে স্লোভেনিয়া। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো স্লোভেনিয়া এমন পদক্ষেপ নিলো। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক আগ্রাসনের প্রতিবাদে এ ঘোষণা দেয়া হয়। খবর দ্য স্ট্রেটস টাইমসের।

স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী তানিয়া ফায়ন এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ-কে স্লোভেনিয়ায় ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করা করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।

বিজ্ঞাপন

স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে এই দুই মন্ত্রীর বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ফায়ন আরো বলেন, ‘এই সিদ্ধান্ত ইসরাইলি সরকারের ওপর চাপ প্রয়োগের একটি মাধ্যম। সেই সঙ্গে তাদের আহ্বান জানানো যে গাজায় চলমান অসহনীয় পরিস্থিতির অবসান ঘটাতে হবে এবং বেসামরিক মানুষের দুর্ভোগ থামাতে হবে।’

স্লোভেনিয়ার সরকার মনে করে, গাজায় ইসরাইলের এই দুই মন্ত্রীর ভূমিকা অত্যন্ত নেতিবাচক এবং মানবাধিকার লঙ্ঘনের পেছনে তাদের দায় রয়েছে।

গাজায় গণহত্যার অভিযোগ নিয়মিতভাবে প্রত্যাখ্যান করে আসছে ইসরাইল সরকার। স্লোভেনিয়ার এমন পদক্ষেপে ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা মানে হচ্ছে, সংশ্লিষ্ট ব্যক্তিকে ওই দেশে অপ্রিয়, অবাঞ্ছিত ও অনুপ্রবেশ-অযোগ্য ঘোষণা করা। এটি সাধারণত কূটনৈতিক শিষ্টাচার ভেঙে যাওয়ার প্রতিক্রিয়ায় কোনো বিদেশি কর্মকর্তার বিরুদ্ধে নেয়া হয়, তবে এবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই পদক্ষেপ নেয়া হলো।

ইতামার বেন-গভির ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী, যিনি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়ে আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছেন।

বেজালেল স্মোটরিচ ইসরায়েলের অর্থমন্ত্রী, যিনি সাম্প্রতিক যুদ্ধকে সমর্থন করে বিতর্কিত মন্তব্য করেছেন এবং অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকে উসকে দিয়েছেন।

গাজায় গণহত্যার অভিযোগ নিয়মিতভাবে প্রত্যাখ্যান করে আসা ইসরায়েল সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং বলা হয়েছে যে ৭ অক্টোবর, ২০২৩ সালে হামাস জঙ্গিদের নেতৃত্বে চালানো ভয়াবহ হামলার পর তারা আত্মরক্ষায় পদক্ষেপ নিচ্ছে।

ইইউভুক্ত কোনো দেশের পক্ষ থেকে ইসরায়েলি মন্ত্রীদের বিরুদ্ধে এটাই প্রথম পদক্ষেপ।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত