আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব

চাঁদাবাজমুক্ত গৌরীপুর গড়তে হলে ধানের শীষে ভোট দিন

উপজেলা প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)

চাঁদাবাজমুক্ত গৌরীপুর গড়তে হলে ধানের শীষে ভোট দিন
ছবি: আমার দেশ

‘দখলদারি, সন্ত্রাস আর চাঁদাবাজমুক্ত গৌরীপুর গড়ে তুলতে হলে আমাদের ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী, ক্লিন ইমেজের মানুষ হিসেবে গৌরীপুরে এম ইকবাল হোসেইনের বিকল্প কিছু নেই। গৌরীপুরকে শান্তিময় করে গড়ে তুলতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করুন।’

সংসদ নির্বাচনে দলীয় প্রচারের অংশ হিসেবে ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার রাত সোয়া ১০টায় এক পথসভায় এসব কথা বলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বিজ্ঞাপন

এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশের মতোই গৌরীপুরে ধানের শীষের ঐতিহাসিক বিজয় উদ্‌যাপনের আশাবাদ ব্যক্ত করেন।

গৌরীপুর পৌর এলাকার উত্তর বাজারের স্টেশন রোড মোড়ে অনুষ্ঠিত এ পথসভায় ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেলে সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য দেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এম ইকবাল হোসেইন।

এ সময় ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা ছাত্রদলের শীর্ষ নেতাসহ গৌরীপুর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ-৩ গৌরীপুরে ধানের শীষের প্রার্থী এম ইকবাল হোসেইনকে সঙ্গে নিয়ে গৌরীপুরের শ্যামগঞ্জ, কাউরাট, গোবিন্দপুরসহ বেশ কয়েকটি স্থানে ধানের শীষ প্রতীকে স্থানীয় ভোটারদের সমর্থন চেয়ে পথসভায় বক্তব্য দেন রাকিবুল ইসলাম রাকিব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন