ডেস্ক রিপোর্ট
ঢাকার রামপুরাস্থ বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতাল লিমিটেডের ৩য় বার্ষিক সাধারণ সভায় বিএসএম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থকে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মনোনীত করা হয়।
শনিবার হাসপাতাল ভবনে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রতিষ্ঠানের সভাপতি হাবিবুল্লাহ হাবিবের সভাপতিত্বে হাসপাতালের পরিচালক এবং শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন।
সভায় ২০২৪-২৫ অর্থবছরের হিসাব অনুমোদন করা হয়। এসময় আগামী ৫ বছরের জন্য হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মনোনীত হন অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ। এ ছাড়াও চেয়ারম্যান এবং নির্বাহী পরিচালক মনোনীত হন হাবিবুল্লাহ হাবিব ও রেজাউল হক রেজা।
ঢাকার রামপুরাস্থ বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতাল লিমিটেডের ৩য় বার্ষিক সাধারণ সভায় বিএসএম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থকে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মনোনীত করা হয়।
শনিবার হাসপাতাল ভবনে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রতিষ্ঠানের সভাপতি হাবিবুল্লাহ হাবিবের সভাপতিত্বে হাসপাতালের পরিচালক এবং শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন।
সভায় ২০২৪-২৫ অর্থবছরের হিসাব অনুমোদন করা হয়। এসময় আগামী ৫ বছরের জন্য হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মনোনীত হন অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ। এ ছাড়াও চেয়ারম্যান এবং নির্বাহী পরিচালক মনোনীত হন হাবিবুল্লাহ হাবিব ও রেজাউল হক রেজা।