ট্রাম্পের প্রশংসায় পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ২২: ১৫

ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাকে ‘উদ্যমী ও আন্তরিক’ বলে প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার আলাস্কায় অনুষ্ঠিতব্য শীর্ষ বৈঠকে সম্ভাব্য পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির ইঙ্গিতও দিয়েছেন পুতিন।  খবর সিএনএনের

বিজ্ঞাপন

রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, বৈঠকের লক্ষ্য দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা করা, যা ইউরোপ ও বিশ্বেও প্রভাব ফেলবে। তিনি বলেন, ‘পরবর্তী পর্যায়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত আক্রমণাত্মক অস্ত্র নিয়ন্ত্রণে সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে।’

২০১১ সালে কার্যকর হওয়া নিউ স্টার্ট চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র ও রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র সীমিত করার প্রতিশ্রুতি দিয়েছিল, তবে এই চুক্তি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে শেষ হবে। এটি ট্রাম্পের পুনঃনির্বাচনের পর দুই নেতার প্রথম সরাসরি মুখোমুখি সাক্ষাৎ এবং ২০১৯ সালের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে।

বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। এটি ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ, রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বৈঠকের দিকে বিশ্ববাসীর নজর থাকবে, এবং আলোচনার ফলাফল সম্ভাব্য শান্তি চুক্তি ও পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার পুনর্গঠনে সহায়ক হতে পারে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত