বাণিজ্য, জ্বালানি ও আঞ্চলিক নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার অঙ্গীকার করেছে তুরস্ক ও ইরান। তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। খবর মিডল ইস্ট মনিটরের।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাণিজ্য ও জ্বালানি সর্বোচ্চ অগ্রাধিকার। তবে অন্য খাতেও আমাদের কাজ করার আছে।’
তিনি বলেন, সীমান্ত শক্তিশালী করতে এবং সীমান্ত গেটের সংখ্যা বৃদ্ধি করতে এবং সরবরাহ ও পরিবহন প্রকল্প বাস্তবায়নে উভয় পক্ষ একমত হয়েছে।
ফিদান বলেন, ‘আমাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক এবং বাণিজ্য রয়েছে। তবে আমাদের বাণিজ্য আরো কার্যকর করা প্রয়োজন।’
অবৈধ অভিবাসন মোকাবেলার প্রচেষ্টা নিয়েও আলোচনা করেছেন দুই পররাষ্ট্রমন্ত্রী। ফিদান বলেন, দু্ই দেশ একসঙ্গে এই সমস্যা মোকাবেলা করতে চায়। ফিদান বলেন, এই অঞ্চলে সুনির্দিষ্ট সহযোগিতা প্রয়োজন।
আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ফিদান বলেন, উভয় দেশই ইসরাইলকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করে। তিনি বলেন, ইসরাইলের হামলা ও দখলদারিত্ব বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই তার দায়িত্ব পালন করতে হবে।
আরএ


মাদুরোর সঙ্গে ফোনালাপের বিষয়ে যা বললেন ট্রাম্প