ইসরাইল ঘৃণ্য শক্তিতে পরিণত হয়েছে: খামেনি

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯: ৪৯
ছবি: রয়টার্স

ইরানের ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলি খামেনি বলেছেন, ইসরাইল বিশ্বের মধ্যে ঘৃণিততম শক্তিতে পরিণত হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জাতিসংঘে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের প্রতি ইঙ্গিত করে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

এর আগে শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম সম্মেলনে বক্তব্য রাখেন নেতানিয়াহু। তার বক্তব্যের সময় বেশিরভাগ দেশের প্রতিনিধিরা সম্মেলনের অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন। প্রায় শূন্য অধিবেশন কক্ষে বক্তব্য দেন নেতানিয়াহু।

বিজ্ঞাপন

শূন্য অধিবেশন কক্ষে নেতানিয়াহুর বক্তব্যের একটি ছবি যুক্ত করে এক্সের পোস্টে আয়াতুল্লাহ খামেনি লেখেন, ‘আজ শয়তান জায়নবাদী গোষ্ঠী বিশ্বের ঘৃণিততম ও একাকীতম শক্তিতে পরিণত হয়েছে।’

শুক্রবার জাতিসংঘে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন, ইসরাইল কখনোই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে মূলত হামাসের ‘সন্ত্রাসী তৎপরতা’-কেই পুরস্কৃত করা হবে।

নেতানিয়াহুর মঞ্চে ওঠার সময় বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাদের আসন ত্যাগ করে বাইরে চলে যান। ইরানের প্রতিনিধিরা তাদের আসনে ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে নিহত ইরানি শিশুদের ছবি প্রদর্শন করে রেখে যান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত