আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সোমালিয়ার অভিযোগ

ঘাঁটি স্থাপনের বিনিময়ে সোমালিল্যান্ডকে ইসরাইলের স্বীকৃতি

আমার দেশ অনলাইন

ঘাঁটি স্থাপনের বিনিময়ে সোমালিল্যান্ডকে ইসরাইলের স্বীকৃতি
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

সামরিক ঘাঁটি স্থাপনের বিনিময়ে সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে ইসরাইল। সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ এমন অভিযোগ করেছেন। তিনি বলেন, সোমালিল্যান্ডকে স্বীকৃতি এই অঞ্চলে সংঘাতের ঝুঁকি করবে। তার দেশে ইসরাইলের উপস্থিতি মেনে নেয়া হবে না বলেও জানান তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বুধবার এক সাক্ষাৎকারে টিআরটি ওয়ার্ল্ডকে মোহাম্মদ বলেন, ‘আমরা কখনো ইসরাইলে আক্রমণ করিনি। কখনো তাদের জন্য সমস্যা তৈরি করিনি। আমরা চাই না ইসরাইল তাদের সমস্যা আমাদের কাছে নিয়ে আসুক।’

বিজ্ঞাপন

গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে মোহাম্মদ বলেন, সোমালিল্যান্ড ফিলিস্তিনিদের পুনর্বাসন এবং ইসরাইলি সামরিক ঘাঁটি স্থাপন করতে সম্মত হয়েছে।

এরআগে মঙ্গলবার আল জাজিরাকে মোহাম্মদ বলেন, সোমালিল্যান্ডকে তেলআবিবের স্বীকৃতি ‘খুবই অপ্রত্যাশিত ও অদ্ভুত ছিল।’ ইসরাইল প্রথম দেশ হিসেবে এই অঞ্চলটিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৯১ সালে সোমালিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করা সোমালিল্যান্ড আন্তর্জাতিক স্বীকৃতি ছাড়াই কার্যত স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে পরিচালিত হচ্ছে।

সোমালিল্যান্ডকে সোমালিয়ার অংশ বলে মনে করে মোগাদিসু এবং এর সঙ্গে সরাসরি যেকোনো যোগাযোগকে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখে।

তিনি বলেন, ২০২০ সালে ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কোর মধ্যে স্বাক্ষরিত আব্রাহাম চুক্তিতে যোগদানের বিষয়টিও মেনে নিয়েছে সোমালিল্যান্ড।

ইসরাইল লোহিত সাগর, উপসাগর এবং এডেন উপসাগরের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ নিয়ন্ত্রণ করতে চাইছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...