গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় একদিনে কমপক্ষে ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ১৯ জন মারা যান ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। এছাড়া মঙ্গলবার অনাহারে মারা গেছে ছয় বছর বয়সী এক শিশুসহ দুইজন। খবর আল জাজিরার।
উত্তর গাজার জিকিম ক্রসিংয়ের কাছে ত্রাণপ্রার্থীদের ওপর হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা ভয়াবহ চিত্র বর্ণনা করেছেন। সাইদ নামে একজন ব্যক্তি বলেন, ‘চারদিক থেকে গুলিবর্ষণ হচ্ছিল; আমরা জানতাম না কী হচ্ছে। আমাদের সামনে মানুষ মারা যাচ্ছিল, আমাদের পায়ের মাঝখান দিয়ে গুলি উড়ছিল, আর আমরা কিছুই করতে পারছিলাম না।’
তিনি বলেন, ‘আমরা এখানে একমুঠো খাবারের জন্য এসেছিলাম। কিন্তু খাবার পাইনি। আমরা ক্লান্ত, আমরা মারা যাচ্ছি; এক টুকরো রুটির জন্য আমাদের জীবন যাচ্ছে।’
আরেকজন প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আবু নাহল বলেন, ‘চারদিকে গুলি উড়ছিল, আহত এবং মৃতরা আমার চারপাশে পড়ে ছিলো।’
তিনি আরো বলেন, ‘মৃতরা আমাদের পাশেই পড়ে ছিলো, আর আমরা তাদের টেনে বের করছিলাম। আমি এখানে এসেছিলাম শুধু আমার বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করতে। খাবার কেনার টাকা নেই। যদি আমার খাবার আর পানি থাকতো, তাহলে আমি এখানে আসতাম না। আমার কী করা উচিত? চুরি নাকি লুট?’
সকল দেশকে তাদের পাশে দাঁড়ানোর এবং যুদ্ধ বন্ধে সহায়তা করার আহ্বান জানান নাহল।
মে মাসের শেষের দিকে গাজায় ত্রাণ কার্যক্রম শুরু করে বিতর্কিত যুক্তরাষ্ট্র সমর্থিত জিএইচএফ। এরপর থেকে এসব সাহায্য শিবিরে ত্রাণ আনতে গিয়ে ইসরাইলের হামলায় এক হাজার ৮৩৮ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইসরাইলের চারটি স্থানে হুথিদের ড্রোন হামলা
মিয়ানমারের বন্দিশিবিরে ভয়াবহ নির্যাতনের প্রমাণ