আরেক ইসরাইলি জিম্মির লাশ ফেরত দিলো হামাস

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৯: ২৯
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

আরো এক ইসরাইলি জিম্মির লাশ ফেরত দিয়েছে ইসরাইল। বুধবার আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে লাশ হস্তান্তর করা হয়। লাশ ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। খবর আল জাজিরার।

হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডস এক বিবৃতিতে জানায়, গাজা সিটির শুজাইয়া মহল্লার পূর্বে ধ্বংসস্তূপের নিচে ওই জিম্মির লাশ পাওয়া যায়। আরো ছয় জিম্মির লাশ গাজায় রয়ে গেছে।

বিজ্ঞাপন

হামাস বলছে গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি অনুসন্ধানে সহায়তা করার জন্য ভারী যন্ত্রপাতি ও বুলডোজার প্রবেশের ওপর ইসরাইলি নিষেধাজ্ঞার কারণে উদ্ধার প্রচেষ্টা জটিল হয়ে পড়েছে।

আল জাজিরার নূর অদেহ বলেন, ইসরাইল স্পষ্ট করে দিয়েছে যে যতক্ষণ না সকল লাশ ফেরত পাঠানো হয় তারা যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের প্রতিশ্রুতি পূরণ করবে না- যার মধ্যে গাজায় মানবিক সহায়তার অবাধ প্রবাহ অন্তর্ভুক্ত।’

১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামাস ২০ জন ইসরাইলি বন্দীকে জীবিত মুক্তি দিয়েছে এবং ২২ জনের লাশ হস্তান্তর করেছে, যাদের বেশিরভাগই ইসরাইলি।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত