ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ‘অবৈধ বাংলাদেশি’ অভিবাসীদের হটাতে তার সরকার আরও কঠোর অবস্থান নেবে। অবৈধ অভিবাসী বহিষ্কারের ক্ষেত্রে ‘নরম নীতি’র যুগ শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। খবর এনডিটিভির।
এই বছর আসামে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এই নেতা তথাকথিত ‘অভিবাসী’ বা ‘অনুপ্রবেশকারী’ ইস্যুকেই নির্বাচন ক্যাম্পেইনে মূল এজেন্ডা হিসেবে তুলে ধরছেন। এক্ষেত্রে ভারতের কেন্দ্র সরকারের পূর্ণ সহায়তা পাচ্ছেন তিনি।
সেই খুঁটির জোরেই এবার আসামের মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন, তার রাজ্যে কাউকে বিদেশি হিসেবে সাব্যস্ত করা হলেই তাকে দেশছাড়া করা হবে। এক্ষেত্রে কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ না করার ঘোষণা দিয়েছেন তিনি।
তিনি জানান, অবৈধ অভিবাসী নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য রাজ্য সরকারের কৌশলের সঙ্গে সঙ্গতিপূর্ণ। আগে বহিষ্কারের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যাচাইসহ দীর্ঘ কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করতে হতো।
সেই নীতিতে পরিবর্তন এসেছে জানিয়ে হিমন্ত বলেন, ‘এখন কাউকে বিদেশি ঘোষণা করে আদেশ জারি হলে তাকে ভারতীয় ভূখণ্ড থেকে উচ্ছেদ করা হবে। আমরা আর আনুষ্ঠানিক জবাবের অপেক্ষা করব না।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

